ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ৯৮৯ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
চট্টগ্রামে আরও ৯৮৯ জনের করোনা শনাক্ত ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ।

এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৮২৯ জন মহানগর এলাকার ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৪৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৮ হাজার ২৬৭ জন এবং উপজেলায় ২৯ হাজার ১৭৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪১ জনের মধ্যে ৭২৭ জন মহানগর এবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।