ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উদীচীর অষ্টাদশ জেলা সম্মেলন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
উদীচীর অষ্টাদশ জেলা সম্মেলন শুরু ...

চট্টগ্রাম: ‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ স্লোগানে শুরু হয়েছে উদীচীর অষ্টাদশ চট্টগ্রাম জেলা সম্মেলন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ সভাপতি হাবিবুল আলম।

দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সাংগঠনিক অধিবেশন, আলোচনা, সংগীত, আবৃত্তি, গীতিনাট্য ইত্যাদি।

উদ্বোধন পর্বে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন হাবিবুল আলম ও সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী।

এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কোষাধ্যক্ষ পারভেজ মাহমুদ, সদস্য জহির উদ্দিন বাবর, বোরহান উদ্দিন মাহমুদ, আয়াজ মাবুদ, ডা. অসীম কুমার চৌধুরী, সুনীল ধর, মৃত্যুঞ্জয় দাশ, অ্যাডভোকেট অরুণ দত্ত, জয়তী ঘোষ, অপর্ণা চৌধুরী, সীমা দাশ, জয়শ্রী মজুমদার, অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ প্রমুখ।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, এবার সম্মেলনের অভিন্ন স্লোগান ঠিক করেছি-শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে। এর মধ্যে আমাদের লড়াইয়ের চুম্বক অংশ এসেছে। সারা দেশে সম্মেলন শেষে জাতীয় সম্মেলন করব। ইতিমধ্যে ৭ দফা দাবিনামা পেশ করেছি। লেখক, শিল্পী, সাংবাদিক সবার ওপর ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ ঝুলছে। উদীচী সাংস্কৃতিক জাগরণ করতে চাই। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যে দেশ পরিচালনার জন্য সাংস্কৃতিক জাগরণ দরকার।

বিকেল ৫টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।