ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৩০৮০ নমুনা পরীক্ষায় ১০১৭ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
চট্টগ্রামে ৩০৮০ নমুনা পরীক্ষায় ১০১৭ জনের করোনা শনাক্ত ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ০১ শতাংশ।

এসময়ে করোনা আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছেন।  

শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৮০৭ জন মহানগর এলাকার ও ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৯ হাজার ৮৩১ জন এবং উপজেলায় ২৯ হাজার ৫৬২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৩ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।