ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে অনলাইনে চলবে ক্লাস, পরীক্ষা সশরীরে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
চমেকে অনলাইনে চলবে ক্লাস, পরীক্ষা সশরীরে ...

চট্টগ্রাম: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজেও সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আখতার।

তিনি বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে ক্লাস চললেও পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘোষণার পর গত ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস নেওয়া শুরু হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।