ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউনিট সম্মেলন নিয়ে সুস্পষ্ট অভিযোগ নেই: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ইউনিট সম্মেলন নিয়ে সুস্পষ্ট অভিযোগ নেই: নাছির

চট্টগ্রাম: সিটি করপোরেশনের সাবেক মেয়র ও  নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, সব কাল্পনিক, উড়ন্ত অভিযোগ। আন্দাজে রাজাকার, আলবদর, জামায়াত-বিএপি ঢুকেছে বললে তো হবে না।

সুনির্দিষ্ট করে লিখিতভাবে বলতে হবে। যাচাই বাছাইয়ের পর প্রমাণিত হলে কেন্দ্রে প্রতিবেদন আকারে পাঠানো হবে।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে নগরের দামপাড়া মরহুম জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে রিভিউ কমিটির দ্বিতীয় মতবিনিময় সভা শেষে বাংলানিউজকে নাছির এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের আওতাধীন ১ থেকে ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে রিভিউ কমিটির সভা নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আরও  বলেন, ‘থানা পর্যায়ে আওয়ামী লীগে সাংগঠনিকভাবে শক্তিশালী, গতিশীল  করতে তদারকি কমিটি করার নির্দেশ দিয়েছেন।  সারাদেশের ন্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। গত ১৬ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সভার নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভিন্ন আঙ্গিকে এ কাজটি করে যাচ্ছে। কিছু আপত্তি এসেছিল, রিভিউ কমিটিতে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ঢাকায়  প্রতিবেদন আকারে পাঠানো হবে।  তিনি আরও বলেন, আজকের সভায় ১৫ টি থানাভিত্তিক তদারকি টিমের নাম, ওয়ার্ড পর্যায়ের নেতাদের অবহিত করেছি। সদস্য এখনও ঠিক হয়নি। দুয়েকদিনের মধ্যে কারা সদস্য হিসেবে থাকছেন তা ঠিক করা হবে। ’

এদিকে,আগামীকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি)  সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজারে সহ-সভাপতি সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে উনার বাসায় তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।

রিভিউ কমিটির দ্বিতীয় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

ইউনিট সম্মেলন নিয়ে অভিযোগ করার পর গত ১৬ জানুয়ারি সকালে নগর আ.লীগের নেতৃবৃন্দদের নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বৈঠকে নগর আওয়ামী লীগের ৬ নেতাকে নিয়ে রিভিউ কমিটি গঠন করে।

কমিটিকে অভিযোগের যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় প্রথম বৈঠক হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।