ঢাকা, বুধবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ জুন ২০২৪, ২৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৩৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৩৯ জন ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। তবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মিরসরাইয়ে ৩১ জন, ফটিকছড়িতে ২৯ জন।

এছাড়া লোহাগাড়ায় ৭ জন, সাতকানিয়ায় ১৯ জন, বাঁশখালীতে ৮ জন, আনোয়ারায় ৮ জন, চন্দনাইশে ৮ জন, পটিয়ায় ১১ জন, বোয়ালখালীতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ৮ জন, রাউজানে ১৭ জন, হাটহাজারীতে ২১ জন, সীতাকুণ্ডে ৯ জন এবং সন্দ্বীপে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।  

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৩৪৪ জন মহানগর এলাকার ও ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ১১১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৮৮ হাজার ৯৪৫ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১৬৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।