ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণে রুমায় মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণে রুমায় মতবিনিময়

চট্টগ্রাম: বাংলাদেশ চা বোর্ডের ‘এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস’ শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে।

চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)  বেলা ২টায় রুমা উপজেলা পরিষদ সভা কক্ষে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। বিশেষ অতিথি ছিলেন রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান  উহ্লাচিং মার্মা।

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প পরিচালক সুমন সিকদার, বৈজ্ঞানিক কর্মকর্তা দুলাল চন্দ্র দে, রুমা উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, রুমা উপজেলার ক্ষুদ্রায়তন চা চাষিরা সভায় অংশ নেন।  

প্রধান অতিথি রুমা উপজেলায় চা সম্প্রসারণ, আবাদ বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।  

বাংলাদেশ চা বোর্ড কর্তৃক রুমা উপজেলায় চা চাষ সম্প্রসারণে সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।