ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা: ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
সাতকানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা: ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম: সাতকানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে  এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার নির্বাচনে কাঞ্চনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফরহাদ জয়ী হয়।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পরাজিত প্রার্থী আবু তৈয়বের সমর্থকদের সঙ্গে ফরহাদের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে   অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক)  হাসপাতালে নিয়ে আসা হয়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৬ টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।   এসময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত রয়েছে।   পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিবাদমান দুই পক্ষই ইউপি নির্বাচনের সদস্য পদে প্রার্থী ছিলেন বলে জানান তিনি।

এর আগে সোমবার  সাতকানিয়ার ১৬ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়নে প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এসম নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে ২ জনের মৃত্যু হয়।

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাতকানিয়ায় ৩ জনের প্রাণহানি হয়। এছাড়া আহত হয় অর্ধশতাধিক।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।