ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে গাড়িচাপায় ২ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
ফটিকছড়িতে গাড়িচাপায় ২ শিক্ষার্থী নিহত ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ধানবোঝাই চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাইন্দং ইউনিয়নের বাসিন্দা আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও মোহাম্মদ লোকমানের মেয়ে নিশা মনি (১৮)। তারা পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক মো. আলমগীর বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির সিএন্ডবি মাঠ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় ২ ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে এক ছাত্রীর স্বজনের অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় দুই ছাত্রীকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন স্থানীয়রা। এসময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশের তিনজন সদস্য পাইন্দং পেলাগাজীর দিঘীর পাশে রাইস মিলে ধান বহনকারী একটি চাঁদের গাড়িকে ধাওয়া দেয়।  চালক গাড়ি নিয়ে দ্রুত পালানোর সময় দুই ছাত্রীকে চাপা দিয়ে উল্টে যায়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।