ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচর গেলেন আরও ১৯০০ রোহিঙ্গা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
ভাসানচর গেলেন আরও ১৯০০ রোহিঙ্গা  ফাইল ছবি

চট্টগ্রাম: কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে আসা আরও ১ হাজার ৯০৪ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।  এখন পর্যন্ত  ১১ দফায় ১৯ হাজার ৩৮৫ জনকে ভাসানচরে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রথম জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। এবার মোট ৬টি জাহাজে করে এসব রোহিঙ্গাদের স্থানান্তর করা হচ্ছে।

 

এর আগে বুধবার রাতে রোহিঙ্গাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজে আনা হয়।

নৌবাহিনী সংশ্লিষ্টরা জানান, সকাল ১০টায় তাদের ভাসানচরের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। তার স্বতঃস্ফূর্তভাবে ভাসানচরের উদ্দেশ্যে রওনা করেছেন।

এর আগে গত ৩০ জানুয়ারি দশম দফায় ১ হাজার ২৮৮ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।