ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কেটে সাবাড়, ম্যাজিস্ট্রেট দেখে উধাও 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
পাহাড় কেটে সাবাড়, ম্যাজিস্ট্রেট দেখে উধাও  ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় একটি পাহাড়ের বিশাল অংশ কেটে সাবাড় করে ফেলেছে প্রভাবশালী চক্র। খবর পেয়ে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

কিন্তু এ দুই ঘণ্টার অভিযানে কাউকে পাওয়া যায়নি।  

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 

জানা যায়, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সোনারখিল এলাকার পাহাড়টি ব্যক্তি মালিকানাধীন। মালিক ওই এলাকারই মোহাম্মদ আলমগীর। সম্প্রতি পাহাড়টির দক্ষিণ দিকের বিপুল পরিমাণ অংশ কেটে ফেলা হয়েছে। যা পাহাড়টির শতকরা প্রায় ১০ ভাগ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলানিউজকে বলেন, পাহাড় কাটার অভিযোগে সোনারখিল এলাকায় অভিযান চালান হয়। তবে এ সময় পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি পাহাড় কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।