ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি সাংবাদিক সমিতি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
চবি সাংবাদিক সমিতি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ রোববার (২০ ফেব্রুয়ারি)। ৭টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ১১ প্রার্থী।

তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এ সময় তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম।

তিন পদে নির্বাচিতরা হলেন- অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ঢাকা পোস্টের প্রতিনিধি রুমান হাফিজ, দফতর ও প্রচার প্রকাশনা সম্পাদক দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু এবং কার্যনির্বাহী সদস্য বাংলানিউজের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট মোহাম্মদ আজহার।

সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। ১৭ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ ছিল। কেউ প্রত্যাহার না করায় প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই শেষে আজ দুপুর ৩টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা ও তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বাকি ৪ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

চবিসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এসএএম জিয়াউল ইসলাম। পর্যবেক্ষক হিসেবে থাকবেন চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ।

>> চবি সাংবাদিক সমিতির নির্বাচন: ৭ পদে ১১ প্রার্থী

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।