ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে কীটনাশক খেয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
রাউজানে কীটনাশক খেয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ...

চট্টগ্রাম: রাউজানে কীটনাশক খেয়ে মো. ইমন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাউজানের সুলতানপুর এলাকার তাহফিসুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইমন ওই এলাকার মো. আফছার উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, বিষ খেয়ে গুরুতর অসুস্থ এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মাদ্রাসার পাশে বেগুন বাগানের জন্য আনা কীটনাশক অসতর্কতাবশত খেয়ে ফেলেছিল ইমন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাউজানের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা চমেকে হাসপাতালে পাঠিয়ে দেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।