ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাষাশহীদদের স্মরণে রিহ্যাবের আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
ভাষাশহীদদের স্মরণে রিহ্যাবের আলোচনা সভা

চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিস।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।  

সভায় বক্তারা বলেন, বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হচ্ছে ৫২’র ভাষা আন্দোলন।

ভাষা আন্দোলনের চেতনাই জনগণের মধ্যে পরবর্তীতে স্বাধীনতাযুদ্ধের চেতনার উন্মেষ ঘটায়। এর মাধ্যমে ক্রমান্বয়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।  

এসময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব’র পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর, নাজিম উদ্দিন, এ এসএম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, আশীষ রায় চৌধুরী, নূর উদ্দীন আহমদ, লায়ন জিকে লালা, মো. মাইনুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।