ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় একজনের ৬ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
মাদক মামলায় একজনের ৬ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় মো. সৈয়দ (৫৯) নামে একজনকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (৭ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী থানার মৃত চাঁন মুল্লুকের ছেলে মো.সৈয়দ।  

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ এপ্রিল নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় থেকে মো. সৈয়দকে আটক করা হয়।

পরে শরীর তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। মোট ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় মো. সৈয়দ নামের এক আসামিকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।