ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেটের মাঝখানের (মাঠ) দোকানগুলোতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের ৯টি গাড়ি।

 

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে হকার্স মার্কেট ছাড়াও রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেনসহ আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

  

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন বাংলানিউজকে জানান, শুক্রবার মার্কেট বন্ধ ছিল। দারোয়ানেরা জানিয়েছেন হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আনুমানিক ৩০-৪০টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।   

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৯টি গাড়ি অগ্নিনির্বাপণের কাজ করছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।