ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাডভোকেট পূর্ণেন্দু বিকাশ চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
অ্যাডভোকেট পূর্ণেন্দু বিকাশ চৌধুরী আর নেই ফাইল ছবি

চট্টগ্রাম: সিনিয়র আইনজীবী, বঙ্গবন্ধু ল' টেম্পলের শিক্ষক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য পূর্ণেন্দু বিকাশ চৌধুরী আর নেই।

সোমবার (১৪ মার্চ) দিনগত রাত ৪টা ৩৫ মিনিটে বেসরকারি সিএসসিআর হাসপাতালে দেহত্যাগ করেন।

সকাল ১০টায় তাঁর দীর্ঘজীবনের পেশাগত স্থান জেলা জজ আদালতে মরদেহ নেওয়া হয়। এ সময় তার সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন ও শেষ বিদায় জানান।
 

অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন, পূর্ণেন্দু বিকাশ চৌধুরীর গ্রামের বাড়ি চন্দনাইশ থানার ৪ নম্বর বরকল ইউনিয়নের সুচিয়া গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে।  

পূর্ণেন্দু বিকাশ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য পরিমল কান্তি চৌধুরী, পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি শ্যামল কুমার পালিত, সাবেক সভাপতি অধ্যাপক রণজিৎ কুমার দে, ইন্দু নন্দন দত্ত, দিলীপ কুমার মজুমদার ও অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক অসীম কুমার দে, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ। তারা প্রয়াদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।