ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে পুড়লো ‘নিউ এডিশন’ বাসটি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
আগুনে পুড়লো ‘নিউ এডিশন’ বাসটি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড স্কুলের সামনে ‘নিউ এডিশন’ নামের একটি বাস (ঢাকামেট্রো ব-১৩-০০০১) আগুনে পুড়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে বাসটিতে হঠাৎ করে আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা নেমে পড়েন।

দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে- বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সিনিয়র অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকামুখী একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুইটি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়। পৌনে ১টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ আগুন লেগে যাওয়ায় যাত্রীরা পড়িমরি করে নেমে যান। এরপর দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি।  

আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমএম/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।