ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
পাহাড় কাটার অভিযোগে মামলা সংগৃহীত ছবি

চট্টগ্রাম: অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২৪ মার্চ) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সূত্র জানায়, বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডের চিল আপ রেস্টুরেন্টের বিপরীতে একটি পাহাড় কাটছিল মোহাম্মদ ইয়াকুব। গত ২১ মার্চ পরিবেশ অধিদফতরের একটি টিম সরেজমিন পরিদর্শনে গিয়ে এর সত্যতা পায়।

পরে বৃহস্পতিবার (২৪ মার্চ) শুনানি শেষে তার (ইয়াকুব) বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ অধিদফতরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা ৬ এর (খ) ধারা অনুযায়ী পাহাড় কাটতে বিধি নিষেধ রয়েছে। তারপর অবৈধভাবে পাহাড় কাটছিল অভিযুক্ত ব্যক্তি। এ ছাড়া পরিবেশের ছাড়পত্রও নেওয়া হয়নি। সবকিছু বিবেচনায় নিয়ে শুনানি শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।