ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার  প্রতীকী ছবি

চট্টগ্রাম: পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।  

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুরের শফিউল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, সবজি বিক্রির জন্য চন্দনাইশ থেকে কমলমুন্সির হাটে আসেন কামাল হোসেন।

সকাল সাড়ে ৯টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি আহত হন। পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে কামাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হন বলে তার স্বজনরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।