ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বেচ্ছাসেবকলীগ নেতার ‘সেহেরিওয়ালা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
স্বেচ্ছাসেবকলীগ নেতার ‘সেহেরিওয়ালা’ সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেহেরি বিতরণ

চট্টগ্রাম: সাইকেল নিয়ে নগরের অলিগলি ঘুরছেন একদল যুবক। কাঁধে ঝুলছে ব্যাগ।

সামনে প্ল্যাকার্ডে লেখা ‘সেহেরিওয়ালা’। নগরের সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেহেরি বিতরণ করছেন তারা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এই অভিনব উদ্যোগ নিয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু। মঙ্গলবার (১২ এপ্রিল) এই মহতী উদ্যোগ শুরু করেন তিনি।

প্রথম দিনে নগরের মোহাম্মদপুর, মুরাদপুর, দুই নম্বর গেট, মেডিক্যাল, গোলপাহাড় মোড় ও জিইসি এলাকায় হাসি ফুটে সুবিধাবঞ্চিত মানুষের মুখে। প্রতিদিন ২০০ জন রোজদারকে সেহরি দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা তপু।  

তিনি বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সার্বিক দিক-নির্দেশনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সেহেরিওয়ালা উদ্যোগ নিয়েছি। অনুরোধ থাকবে, সমাজের বিত্তশালীরাও যেন এসব দুস্থ মানুষের পাশে দাঁড়ান। ’

এর আগে করোনাকালে ফ্রি সবজি বাজার, ফ্রি স্বাস্থ্যসেবা এবং ফ্রি মুদিবাজারসহ আরো বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আলোচিত হয়েছিলেন চট্টগ্রাম নগর সেচ্ছাসেবক লীগের এই নেতা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।