ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পদুয়ায় চোখের চিকিৎসা পেল আড়াইশ মানুষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ৮, ২০২২
পদুয়ায় চোখের চিকিৎসা পেল আড়াইশ মানুষ ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার পদুয়ায় খায়ের-জাহান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের জন্য ছানি রোগী বাছাই ক্যাম্প’-এ প্রায় আড়াইশ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) সকালে পদুয়া ইউনিয়ন পরিষদের পুরাতন অফিস প্রাঙ্গণে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

এতে চিকিৎসা নেওয়া রোগীর মধ্যে বিনামূল্যে ৬০ জনকে দেওয়া হয়েছে চশমা। বিনামূল্যে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে ২২ জনকে।
অনেক রোগীকে ডাক্তার আর হাসপাতালে রেফার করা হয়েছে। বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে বিনামূল্যে ওষুধ।  

চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. সৌমেন তালুকদার, চক্ষু প্যারামেডিকস অরবিন্দ চৌধুরী, ক্যাম্প কো-অর্ডিনেটর জসিম উদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট সেলিম রেজা।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খায়ের-জাহান ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিবর্তন নায়ক ক্যাটাগরিতে কৃষি অ্যাওয়ার্ড ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য ও কৃষিখামারি এরশাদ মাহমুদ।  

অনুষ্ঠানে এরশাদ মাহমুদ বলেন, ‘চোখের সমস্যা তো আছেই। তার ওপর আমাদের এখানকার মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় জন্মের সময়। জন্মের সময় এখানকার ধাত্রী যারা আছেন তারা ভালোমতো ট্রেনিংপ্রাপ্ত নয় বিধায় প্রসবের সময় অনেক শিশু ও মা মারা যায়। এখানে যারা আছেন সবাই তো হাসপাতালে নিতে পারে না; টাকা-পয়সার স্বল্পতা আছে। আমি খায়ের-জাহান ফাউন্ডেশনের কাছে আশা করবো, আমাদের এখানে গ্রাম্য ধাত্রীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য, যাতে জন্মের সময় শিশুর মৃত্যুহার কমে যায়। ’ 

সভাপতির বক্তব্যে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর বলেন, ‘যার চক্ষু নেই তার কাছে এই পৃথিবী অসাড়-অপূর্ণ, তার কোনো কিছুই ভালো লাগবে না। আমাদের এই মূল্যবান সম্পদের সু-চিকিৎসার জন্য খায়ের-জাহান ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবগঠিত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জমান বদি, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিজন দাশ গুপ্ত, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. অঞ্জন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সেলিম, স্পোর্টিভ কোকোলোকোর কর্ণধার সাজিদুল হক।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খায়ের-জাহান ফাউন্ডেশনের সমন্বয়কারী, সাবেক সেনাসদস্য মো. তারেক সোহেল। উপস্থিত ছিলেন আবদুল মালেক, মাওলানা নুরুল আজিম, মো. জাহেদুল ইসলাম, দিদার হোসেন পাইলট, জসিম উদ্দিন, শাখাওয়াত হোসেন, মো. জামাল হোসেন, মো. আরফাত হোসেন, নাসিম উদ্দিন, আতিকুল্লাহ ইয়াসিন, সোহেল আজাদ, সঞ্জয় দেব, আরিফ উদ্দিন আল মামুন, বাপ্পারাজ বাপ্পু, মো. করিম, রুবেল তালুকদার ও মো. সালাহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।