ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেশি দামে তেল বিক্রি, ২ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ১১, ২০২২
বেশি দামে তেল বিক্রি, ২ দোকানিকে জরিমানা ...

চট্টগ্রাম: খোলা সয়াবিন তেল ও পাম অয়েল পুরোনো দামে কিনে বেশি দামে বিক্রির অপরাধে কর্নেলহাটে ২ দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম।  

বুধবার (১১ মে) দুপুরে নগরের কর্ণেলহাটে বিভিন্ন দোকানে অভিযানে নেমে এ জরিমানা  করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বাংলানিউজকে বলেন, কর্নেলহাটে বাড়তি দামে খোলা সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স জামাল অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ১৭০ লিটার তেল মজুত করে রাখার অপরাধে আরও একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল তৎক্ষণাৎ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়।

তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে কেউ যাতে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে তা নিয়ে ভোক্তা অধিকার সবসময় তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১১, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।