ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভেজাল ওরস্যালাইনসহ সরবরাহকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ১২, ২০২২
ভেজাল ওরস্যালাইনসহ সরবরাহকারী গ্রেফতার ...

চট্টগ্রাম: কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৮ হাজার ৮শ পিস ভেজাল ওরস্যালাইনসহ এক ওষুধ সরবরাহকারীকে গ্রেফতার করেছে।  

বুধবার (১১ মে) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭২ কার্টন ভেজাল ওরস্যালাইন উদ্ধার করা হয়।

 

গ্রেফতার সুজন কান্তি সিকদার (৪২) সীতাকুণ্ড থানার মধ্যম সোনাইছড়ি এলাকার মৃত নির্মল সিকদারের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, হাজারী গলিতে এসএমসি কোম্পানির প্রতিনিধি মনোয়ার হোসেন ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা ৭০ কার্টন ভেজাল ওরস্যালাইনসহ সুজনকে আটক করেন।

পরে পুলিশকে খবর দিলে সমিতির অফিসে গিয়ে তাকে ভেজাল ওরস্যালাইনসহ গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে নগরের আন্দরকিল্লা বিনিময় মার্কেটের নিচ তলায় জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে আরও ১০২ কার্টন ওরস্যালাইন উদ্ধার করা হয়। সর্বমোট ১৭২ কার্টনের মধ্যে ৬৮ হাজার ৮০০ পিস ভেজাল ওরস্যালাইন পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ১২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।