ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যেতে বিএনপি একপায়ে দাঁড়িয়ে: এমপি মোশাররফ 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ২৯, ২০২২
শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যেতে বিএনপি একপায়ে দাঁড়িয়ে: এমপি মোশাররফ  ...

চট্টগ্রাম: আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি একপায়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

রোববার (২৯ মে) দুপুরে হাটহাজারী পার্বতী স্কুলের মাঠে অনুষ্ঠিত উত্তর জেলা যুবলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল অনেক কথা বলছেন। তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না।

তারা চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে। মির্জা ফখরুল, বিএনপি নির্বাচন অবশ্যই করবে, শুধু তালবাহানা করছে। আগামি নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি একপায়ে দাঁড়িয়ে আছে। নির্বাচনে সরকার প্রধান থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আমরা তার অধীনে নিরাপদ। এতে ভয়ের কিছু নেই। বিভিন্ন রাষ্ট্রে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়ে থাকে।

তিনি আরও বলেন, অতীতে সবসময় উত্তর জেলার সাতটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে। যখন দলের খারাপ সময় গেছে তখনও আমরা চট্টগ্রাম উত্তর জেলা থেকে বেশি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি। ২০০১ সালের নির্বাচনেও চট্টগ্রামের ২৩টি আসনের মধ্যে ২টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। আর সেগুলো ছিল উত্তর জেলার অধীন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমআর/এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।