ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাসিড ছোড়ার মামলায় মা-মেয়ের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ১, ২০২২
অ্যাসিড ছোড়ার মামলায় মা-মেয়ের যাবজ্জীবন  প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া থানার পদুয়া এলাকায় ২৭ বছর আগে নুরুল আবসারকে ঘর থেকে ডেকে নিয়ে অ্যাসিড ছুড়ে মারার মামলায় মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  দুই আসামি হলেন- মাসুমা খাতুন ও তার মেয়ে মুস্তাফা বেগম।

 

বুধবার (১ জুন) দুপুরে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার থানার পদুয়া এলাকায় ১৯৯৫ সালের ২০ জুলাই নুরুল আবসারকে ঘর থেকে ডেকে নিয়ে অ্যাসিড ছুড়ে মারলে চোখ, মুখ, বুক ঝলসে যায়।

এ ঘটনায় নুরুল আবসারের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মা-মেয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।  মা-মেয়ের বিরুদ্ধে ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, রাঙ্গুনিয়া থানার পদুয়া এলাকায় নুরুল আবসারকে ঘর থেকে ডেকে নিয়ে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ প্রমাণিত হওয়ায় মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।