চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে নদীর পাইলটঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় তার শরীরের কোনো কাপড় ছিল না। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। সুঠাম দেহের অধিকারী যুবকের মাথায় পিছনের অংশে চুল আছে। মুখে রয়েছে খোঁচা খোঁচা দাড়ি। মরদেহটি ৪-৫ দিন আগের বলে ধারণা করছে পুলিশ।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নদী থেকে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি ৪-৫ দিন আগের বলে ধারণা করছি।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পিবিআই ও সিআইডিকে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার জন্য খবর দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
বিই/টিসি