চট্টগ্রাম: নগরের বন্দর থানার কলসি দিঘীর পাড় এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে ফাতেমা বেগম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৩ টার দিকে সিয়াম বিল্ডিং ৭ তলায় এ ঘটনা ঘটে।
ফাতেমা বেগম, একই এলাকায় স্বামী মো.ম নির হোসেনের সঙ্গে বসবাস করতেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এমআই/টিসি