ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা প্রশাসনের বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে ৩৮ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
জেলা প্রশাসনের বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে ৩৮ মামলা ...

চট্টগ্রাম:  জেলা প্রশাসনের বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে ৩৮টি মামলায় ১লাখ ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ১০ মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি লালখান বাজারের বাটা হাইওয়ে সু স্টোরকে ৩ হাজার টাকা, স্টাইলিশ কালেকশনকে ২ হাজার টাকা, ইত্যাদি স্টোরকে ১ হাজার টাকা, মীর অপটিকস অ্যান্ড লন্ড্রিকে ২ হাজার টাকা, ট্রাস্ট টেকনোলজিকে ১ হাজার টাকা, জিইজি মোড়ের জেন্টল পার্ককে ৫ হাজার টাকা, ভিআইপি অপটিকসকে ১ হাজার টাকা, আই ফেয়ারকে ১ হাজার টাকা, জিরামসিকোকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ৭ মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি কিচেন এশিয়া ৫ হাজার টাকা, ওয়েল ফুডকে ২ হাজার টাকা, জান অপটিকসকে ২ হাজার টাকা, অ্যাপোলো ১১ লিমিটেডকে ৫ হাজার টাকা, ডেক্সি বাড়িকে ৫ হাজার টাকা, সুলতানস ডাইনকে ১০ হাজার টাকা, দাউদ ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ১১ মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি বারকোড রেস্টুরেন্টে ১০ হাজার টাকা, মেজ্জান হাইলে আইয়ুনকে ৮ হাজার টাকা, বেস্ট বাইকে ৫ হাজার টাকা, সি মারমেইড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ফুড মার্কেটকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।