ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অর্থ আত্মসাতের মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
অর্থ আত্মসাতের মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড 

চট্টগ্রাম: অর্থ আত্মসাতের মামলায় হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আলতাফ হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রাজজ জেসমিন আক্তার কলির আদালত এই রায় দেন।

মো. আলতাফ হোসেন, হাটহাজারী থানার নাঙ্গলমোড়া দুই নম্বর ওয়ার্ড জাফর হামজার বাই লেইন এলাকার শামসুল আলমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী মোহাম্মদ পারভেজের সঙ্গে মো. আলতাফ হোসেন পূর্ব পরিচিত।

সে হিসেবে পারভেজ থেকে ১০ লাখ টাকা ধার নেন মো. আলতাফ হোসেন। ১০ লাখের বিপরীতে মো. পারভেজকে গত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখার ১০ লাখ টাকার চেক দেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর ব্যাংক চেকটি  ডিজঅনার স্লিপসহ মামলা বাদীকে ফেরত দেয়। পাওনা টাকা দেওয়ার কথা বলে বলে অহেতুক সময় ক্ষেপণ করে টাকাগুলো আত্মসাৎ করে। ২০১৯ সালের ৭ নভেম্বর আদালতে মামলা করে। সি.আর মামলা নম্বর ২৬০১/২০ (কোতোয়ালী)  ও দায়রা নম্বর ২১১৩/২০। এ মামলা ছাড়াও মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।  

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অর্ণব তালুকদার বাংলানিউজকে বলেন, টাকা আত্মসাতের মামলায় হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়নের মো. আলতাফ হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় মো. আলতাফ হোসেন অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।