ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
পটিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত ...

চট্টগ্রাম: পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে গণপিটুনিতে এক ডাকাত (৩৫) নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে স্থানীয় বাদল চৌধুরীর বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ৫-৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঢুকে বাদল চৌধুরী ও তার ছেলেকে মারধর করে।

এসময় তারা বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেয় এবং আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পটিয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।