ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ফুটবল দলের জার্সি উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ফুটবল দলের জার্সি উন্মোচন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)-সিডিএফএ আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ফুটবল দলের জার্সি উন্মোচন বুধবার (৭ সেপ্টেম্বর)  সন্ধ্যায়  নগরীর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র, সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম  নাছির উদ্দীন।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এর সভাপতিত্বে ও মো. সরওয়ার আলম চৌধুরী মনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মসিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আখতারুজ্জামান।  

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের ফুটবল কমিটির চেয়ারম্যান মো. গোলাম রসূল রাব্বানী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য জিএম হাসান, কাউন্সিল মো. মাহবুবুর রহমান, মাকসুদুর রহমান বুলবুল, মো. এনামুল হক, মো. শওকত হোসেন,  লুতফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, বীর মুক্তিযোদ্ধার সন্তান ইরফান কাদরী, খাজা মাঈনুদ্দিন রিগ্যাণ, কাবাডি কমিটির চেয়ারম্যান গোলাম কাদের হেলাল, সম্পাদক হোছাইন উল্লাহ রিপন, আলতাফ হোসেন, জিএম তাওসীফ, মো. সোহাগ, রফিকুল ইসলাম হাজ্জাজ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের রয়েছে বিশাল ইতিহাস। দেশে যে কয়টি পুরাতন ক্লাব রয়েছে তার মধ্যে অন্যতম এই ক্লাব। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটিতে খেলেছেন জাতীয় দলের সকল তারকা ফুটবলাররা। ১৯৯৪ সালে তারকা খেলোয়াড়দের দলভুক্ত করে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সংগঠকরা দেশের ফুটবল দল-বদলে বিপ্লব এনেছিল, ট্রফি জয় করেছিল। সেই ইতিহাস তৈরি করা দলটি এখনও মাঠ কাঁপাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
এসএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।