ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকা যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ঢাকা যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক  ...

চট্টগ্রাম: মানববন্ধনের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে জঙ্গল সলিমপুরের ৬৩ জন বাসিন্দাকে আটক করেছে সীতাকুণ্ড   থানা পুলিশ।  

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় নিয়ে আসা হয়।

যাচাই-বাছাই শেষে নিরপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।

থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, আটক ৬৩ জনের মধ্যে ৬১ জনকে গত ২৩ আগস্ট ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।