ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পপ্রতিষ্ঠানের শৃঙ্খলায় মালিক-শ্রমিকের ঐক্যের বিকল্প নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
শিল্পপ্রতিষ্ঠানের শৃঙ্খলায় মালিক-শ্রমিকের ঐক্যের বিকল্প নেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মো. মাহাবুবর রহমানকে সম্মাননা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

চট্টগ্রাম: ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মো. মাহাবুবর রহমান বলেছেন, ২০১০ সালে শিল্প পুলিশ সৃষ্টির পর থেকে দেশের গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য শিল্প-কারখানায় অরাজকতা অনেকটা কমে এসেছে। শ্রমিক অসন্তোষও নেই।

এর ধারাবাহিকতা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবসময় পাশে থাকবে। সব শিল্পপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের ঐক্যের বিকল্প নেই।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে শিল্প এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় মালিক, শ্রমিক প্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সভাটি অনুষ্ঠিত হয়।  

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শম্পা সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, দ্য টিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।  

বক্তব্য দেন বেপজার জিএম মশিউদ্দিন বিন মেজবাহ, জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিজিএমইএর সহ-সভাপতি মো. রাকিবুর রহমান চৌধুরী, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আবুল কাশেম, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী ও শ্রমিক প্রতিনিধি নাসরীন সুলতানা প্রমুখ।  

প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ ও জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলুসহ বীর মুক্তিযোদ্ধারা।  

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও সাবেক সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। এখানে পুলিশ কমিশনার হিসেবে কর্মকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, বর্তমানেও রয়েছে। এ শহরকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। সরকারের দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম সহ্য করতে না পেরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যেকোনো মুহূর্তে শিল্প-কারখানায় অরাজকতাসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।