ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার বিশিষ্টজনের স্মরণানুষ্ঠান সন্ধ্যায় টিআইসিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
চার বিশিষ্টজনের স্মরণানুষ্ঠান সন্ধ্যায় টিআইসিতে ...

চট্টগ্রাম: বৈশ্বিক মহামারি করোনায় প্রয়াত তিন বিশিষ্টজনসহ বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করা এক চিত্রশিল্পীর স্মরণানুষ্ঠান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টিআইসিতে।  

তাঁরা হলেন- জাতির বিবেক-খ্যাত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, গবেষক ও সাহিত্যসাধক ড. ভূঁইয়া ইকবাল, চট্টল গবেষক ও সংস্কৃতি সংগঠক ড. শামসুল হোসাইন এবং চিত্রশিল্পী মুর্তজা বশীর।

 

চারজনই কর্মসূত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং নানামাত্রিক কাজ ও ভূমিকার মাধ্যমে চট্টগ্রামের জনজীবনে স্মরণীয় অবদান রেখে গেছেন।  

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে চার বিশিষ্টজনের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন অধ্যাপক আবুল মনসুর, ড. মাহবুবুল হক, অধ্যাপক গোলাম মুস্তাফা, কবি আবুল মোমেন ও পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।