ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩১ দশমিক ৮ মিমি বৃষ্টি চট্টগ্রামে, সাগর উত্তাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
৩১ দশমিক ৮ মিমি বৃষ্টি চট্টগ্রামে, সাগর উত্তাল ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

সাগর উত্তাল থাকায় মাছধরার নৌযানগুলো উপকূলে ভিড় করছে।  

বৃষ্টি ও মধু পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের কারণে মঙ্গলবারও (১৩ সেপ্টেম্বর) নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা গেছে।

 

বৃষ্টিপাতের কারণে সকালে সড়কে গণপরিবহন বিশেষ করে বাস, টেম্পু, সিএনজি অটোরিকশা ছিল কম। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবীদের গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়। ঘণ্টার পর ঘণ্টা মোড়ে মোড়ে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।  

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩১ দশমিক ৮ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিম্নচাপের কারণে চট্টগ্রামে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট বেশি হতে পারে জোয়ারের উচ্চতা। বিকেল ২টা ৩২ মিনিটে ভাটা শুরু হবে। আবার রাত ৯টা ২০ মিনিটে জোয়ার শুরু হবে।  

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরের জেটিতে জাহাজে পণ্য ওঠানামা, ইয়ার্ড, অফডক থেকে পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে।  

>> উপকূলে ঝড়-জলোচ্ছ্বাসের শঙ্কা কাটেনি

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।