ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোরারগঞ্জে দুর্ঘটনা, আহত ৪ জন চমেক হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
জোরারগঞ্জে দুর্ঘটনা, আহত ৪ জন চমেক হাসপাতালে ভর্তি ...

চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- পুলিশের এএসআই মোস্তফা, রাকিবুল, আব্দুল আউল ও একজন প্রতিবন্ধী।

তার নাম জানা যায়নি।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম বাংলানিউজকে বলেন, সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয় একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এ সময় ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা দেয়। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন স্থানীয় সিএনজি অটোরিকশার চালকেরা। জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে রাত সোয়া ১টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমআই/কেএআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।