ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টমটম উল্টে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
টমটম উল্টে শিক্ষার্থীর মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীর শিলকূপ ইউনিয়নে টমটম উল্টে মো. সাকিব (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সাকিব বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার টোনা মিয়া সওদাগরের বাড়ির মোজাম্মেল হকের ছেলে। সে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.রাশেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাকিব কয়েকজন বন্ধুসহ টমটম গাড়িতে উঠে। মোড় ঘুরানোর সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।