ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুকন্যার ৭৬তম জম্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিতদের বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বঙ্গবন্ধুকন্যার ৭৬তম জম্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিতদের বস্ত্র বিতরণ

চট্টগ্রাম: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত নারী ও পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, ‘৭৫-এর পর বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা।  বঙ্গবন্ধুকন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না।

তিনি রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য।

নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল, সালাউদ্দিন, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব আবু নাসের জুয়েল, মো. রাশেদ, জিৎকর বাবু, মামুন ভুইঁয়া, জুয়েল দাশ রানা, আরমান, প্রনব দাশ, শহীদুল ইসলাম শহীদ, মাকসুদুর রহমান, হৃদয় কুমার দাস, আবদুল্লাহ আল মামুন, রাশেদুল আলম ইমু, তানজিম উদ্দীন, আকবার জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, নুরুল ইসলাম রিয়াদ,নজরুল ইসলাম টিপু, মামুনহোসন, ইসরাফিল, সজীব কান্তি দাশ, সোহাগ দেব নাথ, আরমান  হাসান মুরাদ, রিমন, বাপ্পা, দ্বীপ, রিমন, মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।