ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
হালদায় অভিযানে দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীতে এ অভিযান চালানো হয়।

 

উপজেলার মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গুমানমর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকা পর্যন্ত পরিচালিত অভিযানে ১ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী ও গড়দুয়ারার গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবীরা সহায়তা করেন।

 

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, বিভিন্ন অভিযান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের তৎপরতায় হালদা নদীতে জালের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, সবাই সচেতন হলে জালের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে। যা মা মাছ ও ডলফিনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২

বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।