ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষমতার যেতে ‘তারা’ বিদেশি প্রভুর মুখাপেক্ষী: ফরিদ মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
ক্ষমতার যেতে ‘তারা’ বিদেশি প্রভুর মুখাপেক্ষী: ফরিদ মাহমুদ বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, জনগণের সংকটে ‘তাদের’ পাশে পাওয়া যায় না। তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় এই মুহূর্তে দেশে নির্বাচন ছাড়া আর কোনো সমস্যা নেই।

ক্ষমতার জন্য তারা জনগণের ওপর আস্থাশীল নয়। ক্ষমতা পেতে তারা বিদেশি প্রভুদের মুখাপেক্ষী।
১৯৭৩-৭৫ সালের দিকে যেভাবে তারা বিদেশি দূতাবাসে ধন্না দিয়েছিল, এবারও তারা একই কাজ করছে। সেবার আমরা ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা, জেল হত্যার খুনিদের নিরাপদে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কলঙ্কজনক ঘটনা দেখেছিলাম।

দেওয়ানহাট শ্রীশ্রী দেওনেশ্বরী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রোববার (২ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিনোদ বিহারী মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল সরকারের পরিচালনায় আলোচনায় অংশ নেন থানা কমিটির সাবেক সভাপতি তমাল শর্মা চৌধুরী, বর্তমান সভাপতি শিবু প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক ঝন্টু শীল, হালিশহর থানা সভাপতি লিটন দেবনাথ লিখন, সুমন কান্তি নাথ, মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে মিলন দাশ, তপন দাশ, বিপ্লব চন্দ্র দাশ, স্বপন কুমার দাশ, শিপন চন্দ্র দাশ, সুভাষ চন্দ্র দাশ, পলাশ দাশ, সুকান্ত মহাজন, রুপন শীল, প্রদীপ কুমার সুশীল প্রমুখ। উপস্থিত ছিলেন নেছার আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, নাজমুল হাসান রুমি।

আলোচনা সভা শেষে ফরিদ মাহমুদ আমবাগান কৃষ্ণ মন্দির, পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল কলোনি মন্দির, জুয়েল ক্লাব পূজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী দুর্গা মন্দির, নন্দ মহাজন বাড়ি, গীতা মন্দির কমপ্লেক্স, পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে উপস্থিত সনাতনী সম্প্রদায়ের সবাইকে শারদ শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।