ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নের ধারা বেগবান করবো: পেয়ারুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নের ধারা বেগবান করবো: পেয়ারুল ...

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন করতে হলে গ্রাম পর্যায়ে উন্নয়নের বিকল্প নেই, গ্রামকে শহরে উন্নত করার প্রত্যয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান জেলা পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিশন উন্নয়নের ধারা আরো বেগবান করতে আমার মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে আত্মনিয়োগ করবো।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরীর (জুনু) সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী, আনোয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী, বেদারুল ইসলাম বেদার, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, কামেলা খানম রুপা, চেয়ারম্যান আহমেদুর রহমান, হাজি মো. সেলিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, আবদুর রহিম, আবদুর শুক্কর, এসএম সায়েম, আমিন আহাম্মদ চৌং, আবদুল্লা আল নোমান বেগ, শেখ টিপু চৌধুরী, হাসান সরোয়ার আজম, তছলিম বিন জহুর, সাদাত আনোয়ার সাদী, বোরহান আহমেদ,   একেএম আজগর আলী, মাসুদ পারভেজ, হাবিব সাজ্জাদ, আফাজ উদ্দিন, জসিম উদ্দিন মূহুরী, ইকবাল চৌধুরী, জাবেদ জাহাঙ্গীর টুটুল, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।

মতবিনিময় সভায় ভোটাররা এটিএম পেয়ারুল ইসলামকে শতভাগ ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।