ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭৫টি গাড়ি থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
৭৫টি গাড়ি থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ জব্দ করা হর্ন

চট্টগ্রাম: উচ্চ শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫ গাড়িচালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এ ছাড়া ৭৫টি গাড়ি থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বহদ্দারহাট মোড়, দামপাড়া, আন্দরকিল্লা, জামালখান, মেডিক্যাল গেট, প্রবর্তক মোড়, চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

নগরের বহদ্দারহাট এলাকার হক মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়ায় দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার এবং অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ্ সরকার, জুনিয়র কেমিস্ট শফিকুল ইসলামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।