ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার: বক্কর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার: বক্কর

চট্টগ্রাম: মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বর্তমান সরকার দীর্ঘ এক যুগের অধিক সময় জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই।

সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণে সকল অধিকারকে কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের দাবি আদায়ে বিএনপি যখন মাঠে নেমেছে সরকার তখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য সরকার প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করছে।  

শনিবার (৮ অক্টোবর) বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে আগামী ১২ অক্টোবরের গণসমাবেশ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ হবে মানুষের হারানো গণতন্ত্র ফিরে আনার সমাবেশ।  চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে শ্রমিকদলকে সার্বিক প্রস্তুতি নেওয়ায় আহ্বান জানাচ্ছি।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের উপদেষ্টা শামসুল আলম (ডক), চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমেদ, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব চৌধুরী, এম আর মঞ্জুর, গাজী আইয়ুব আলী, মো. ইলিয়াছ, জসিম মিয়া, শফিকুর রহমান মজুমদার ও ডা. মহসিন খান তরুণ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ