ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পণ্যের দাম ও মানে সমন্বয়ের তাগিদ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
পণ্যের দাম ও মানে সমন্বয়ের তাগিদ  ...

চট্টগ্রাম: গুণগত মানের পণ্য উৎপাদনের জন্য ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন বিশ্ব মান দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভার অতিথি ও বক্তারা।

তাঁরা বলেন, পণ্যের দাম ও মানের সমন্বয় থাকা উচিৎ।

এমন মান প্রণয়ন করা উচিৎ যেন উৎপাদিত পণ্য নিম্নআয়ের মানুষসহ সবার সাধ্যের মধ্যে থাকে। ভেজালের বিরুদ্ধে সবার নীতি নৈতিকতা, ধর্মীয় অনুশাসন বাড়ানোর তাগিদ দিতে হবে।
 

এবার দিবসটির প্রতিপাদ্য- Shared Vision for a Better World-Standards for SDGs অর্থাৎ সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম দিবসটি উদযাপনের লক্ষ্যে সার্কিট হাউসে রোববার (১৬ অক্টোবর ২০২২) এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসেন।  

বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।  

জনগণ ও ব্যবসায়ীদের নীতি-নৈতিকতা জাগ্রত করার তাগিদ দেন তিনি।  

মাহবুবুল আলম বিএসটিআইর জনবল বৃদ্ধি, ল্যাব ফ্যাসিলিটিস বাড়ানো এবং উন্নত ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করার তাগিদ দেন।  


সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদন (রানা), ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইকবাল বাহার (সাবেরী), ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সহকারী কোয়ালিটি ম্যানেজার সিনথিয়া রাহাত প্রমুখ বক্তব্য দেন।  

সভাপতির বক্তব্যে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, পণ্যের মান প্রণয়ন বিএসটিআইর মূল দায়িত্ব। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত ২২৯টি পণ্যের মান নিয়ন্ত্রণ ও বিএসটিআইর দায়িত্ব। এ পর্যন্ত প্রণীত ৪ হাজার ৯৫টি মান অনুসরণ করে সংশ্লিষ্ট উদ্যোক্তা তার পণ্য উৎপাদন বা সেবা দেবে এটাই মান সংস্থা বিএসটিআইর প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।