ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
সড়কে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা ...

চট্টগ্রাম: নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডে সড়কের ওপর নির্মাণসামগ্রী রাখায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৩ অক্টোবর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এ জরিমানা করেন।

অভিযানকালে উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেল জোনস রোডের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়।  

উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ি ও জলাবদ্ধতার সম্ভাব্য স্থান পরিদর্শন করে মশার ওষুধ স্প্রে করা হয়।

এই সময় এডিস মশার বংশ বিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদবাগান ও জলবদ্ধ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণকে সচেতন করা হয়। অভিযানে অংশ নেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।  

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও আকবরশাহ থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।