ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রীকে যৌন নিপীড়ন: এক আসামির জামিন নামঞ্জুর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
চবি ছাত্রীকে যৌন নিপীড়ন: এক আসামির জামিন নামঞ্জুর 

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় নুরুল আবছার প্রকাশ বাবু নামে এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ অক্টোবর) দুপুর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত  শুনানি শেষে এই আদেশ দেন।

নুরুল আবছার প্রকাশ বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন,  কারাগারে থাকা আসামি বাবুর জামিনের আবেদন করেন তার আইনজীবী।

রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের শুনানিতে বিরোধিতা করা হয়। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে নূর হোসেন শাওন নামে আসামির জামিন শুনানিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে উপস্থিত থাকতে বলা হয়। একইদিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দিয়েছিল আদালত। গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ দুর্বৃত্তের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করে বখাটেরা। এ সময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।