ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চোলাই মদসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
চোলাই মদসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার খেজুর তলা এলাকা থেকে ১০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি অটোরিকশাসহ মো. সালাহ উদ্দিন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২৫ অক্টোবর) ভোর সোয়া ৫ টার দিকে ইকবাল হোস্টেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মো. সালাহ উদ্দিন, একই থানার পূর্ব মোহরা কেরানীর বাড়ীর জসিম ড্রাইভারের ছেলে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া পাঁচটার দিকে অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও থানার খেজুরতলা ইকবাল হোস্টেলের সামনে থেকে মো. সালাহ উদ্দিন গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে দেড়শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মো. সালাহ উদ্দিন চট্টগ্রাম সিএনজি অটোরিকশা গাড়ী যোগে পাবর্ত্য জেলা রাঙ্গামাটি থেকে দেশীয় তৈরি চোলাইমদ সংগ্রহ করে। রাঙ্গামাটি থেকে পাইকারী দামে বিক্রয় করার জন্য চট্টগ্রাম মহানগর এলাকায় চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।