ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ড্রেজার ডুবে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
মীরসরাইয়ে ড্রেজার ডুবে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মীরসরাই ইকোনমিক জোনের খননকাজে নিয়োজিত ড্রেজার ডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

ওই শ্রমিকের নাম আল আমিন (২০)। তার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠীতে।

 

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন- শাহীন, ইমাম, তারেক, মাহমুদ, জাকারিয়া, আলম ও জাহিদ।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে সৈকত-২ নামের ড্রেজারটি উল্টে ডুবে যায়। ড্রেজারটির মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ইকোনমিক জোনে নিয়োগ দিয়েছে বেপজা। মরদেহ উদ্ধারে সাগরে ডুবুরি ও ফায়ার সার্ভিস দল কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।