ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন গণশৌচাগারের পাশে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- জয় বড়ুয়া (২১), মো. সোহেল (২৪), মো. জুনায়েদ (২৩), মো. বাচ্ছু প্রকাশ বুলেট (৩৪), শহিদ হাওলাদার (৩৪), মো. রাসেল (২৪), মোজাকির (২৯) ও মনির হোসেন (১৯)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের গণশৌচাগারের পাশে ১০-১৫ জনের ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৫টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত নগরের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।